নিজস্ব প্রতিনিধি – রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দেশজুড়ে দুদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন কর্মী ও অফিসাররা।
এই ব্যাঙ্ক ধর্মঘট এর নেপথ্যে রয়েছে মোট নটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়নস। এই যৌথ মঞ্চে রয়েছে ফেডারেল ব্যাংক ও। দুদিনের এই ধর্মঘটের ফলে সমস্যায় পড়তে চলেছেন লক্ষ লক্ষ গ্রাহক। তবে শনিবার ব্যাংক খোলা থাকছে।
ধর্মঘটীরা জানিয়েছেন, যেহেতু এটিএম কর্মীরাও তাদের সংগঠনের আওতায়, তাই ধর্মঘটের প্রভাব পড়বে সংশ্লিষ্ট পরিষেবা ক্ষেত্রেও।
এই ধর্মঘটে অংশ নিচ্ছে না কোপারেটিভ ব্যাংক ,গ্রামীণ ব্যাংক এবং রিজার্ভ ব্যাংকের কর্মী অফিসাররা।
এদিকে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজনাগর বলেছেন, সংসদে ব্যাংক বেসরকারিকরণ বিল আনা হবে না। তবে অতিরিক্ত মুখ্য কমিশনার এর সঙ্গে বৈঠকেও সেই নিশ্চয়তা দেয়া হয়নি।
192 total views, 2 views today