নিজস্ব প্রতিনিধি – দুয়ারে রেশন নিয়ে বিক্ষুব্ধ ডিলারদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। জানা গেছে,যেসব ডিলার ক্ষোভ-বিক্ষোভ করছেন তাঁদের শোকজও করা হচ্ছে। ইতিমধ্যেই দুজন ডিলারকে কারণ দর্শানোর চিঠি ধরানো হয়েছে। ডিলাররা এই ব্যাপারে সদুত্তর দিতে না পারলে তাঁদের ডিলারশিপও বাতিল হতে পারে।
শনিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ হুঁশিয়ারি দেন, ‘যেসব ডিলারের পোষাচ্ছে না, তাঁরা ডিলারশিপ ছেড়ে দিন। আমরা অন্য কাউকে দিয়ে দেব। ডিলারশিপ রাখতে গেলে মানুষের দুয়ারে রেশন পৌঁছোতেই হবে। অন্যথায় ব্যবস্থা নেবে খাদ্যদপ্তর।‘