শান্তি রায়চৌধুরী:  শুরু হয়েছে জানুয়ারির দলবদলের উত্তেজনা। ইতিমধ্যে একাধিক তারকা ফুটবলারের দল বদলানো নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সামনের কদিনে দলবদলে চোখ থাকবে যাঁদের ওপর।

কিলিয়ান এমবাপ্পে:

গত কিছুদিনে দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। তবে জানুয়ারিতে দলবদলের সম্ভাবনায় আগেই ইতি টেনেছিলেন এই ফরাসি তারকা। তবু দলবদলের বাজারে শেষ বলে কিছু নেই। এখানে মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে সব সমীকরণ।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এমবাপ্পের এখনো ছয় মাসের চুক্তি বাকি। বিশ্বকাপজয়ী এই তারকা চাইলে এখন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিপূর্ব সমঝোতা স্বাক্ষর করতে পারেন। তবে গুঞ্জন আছে, ৯ মার্চ চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার আগপর্যন্ত আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত কী হয়, সেটা দেখতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

রোমেলু লুকাকু:

হঠাৎ করেই দলবদলের বাজারে উঠে এসেছে রোমেলু লুকাকুর নাম। গত দলবদলে প্রায় ১০ কোটি পাউন্ডে ইন্টার মিলান থেকে চেলসিতে আসেন লুকাকু। তবে থমাস টুখেলের দলে ভালো নেই লুকাকু। চোট আর করোনা মিলিয়ে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই বেলজিয়ান তারকা।

এক সাক্ষাৎকারে চেলসিতে ভালো না থাকায় কোচ থমাস টুখেলের দিকে আঙুল তুলেছেন লুকাকু, ‘আমি আমার অবস্থা নিয়ে খুশি নই। আমাদের প্রধান কোচ ভিন্ন একটা কৌশলে দলকে খেলান।’ জবাবে টুখেল এ ধরনের ঝামেলা চান না বলে মন্তব্য করেছেন। এই দ্বৈরথের পরই আলোচনায় এখন লুকাকুর দলবদল। তাঁকে জড়িয়ে ম্যানচেস্টার সিটির নামও সামনে এসেছে।

আন্থোনি মার্শিয়াল:

আন্থোনি মার্শিয়ালের ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার আগ্রহের কথা এর মধ্যে নিশ্চিত করেছেন কোচ রালফ রাংনিক। ছয় বছর আগে এই মার্শিয়াল ছিলেন ইতিহাসের সবচেয়ে দামি টিনএজার। তবে এখনো তাঁর গন্তব্য নিশ্চিত নয়। এর মধ্যে সেভিয়ার ধার নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানা গেছে। তাঁকে নিয়ে বার্সেলোনা ও জুভেন্টাসও আগ্রহী বলে বলে গুঞ্জন আছে।

রাফিনহা:

ক্রমেই ডালপালা মেলছে রাফিনহার বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন। কিংসে কোমানকে বার্সেলোনার জন্য ছেড়ে দিয়ে রাফিনহাকে মিউনিখে নিয়ে আসতে চায় বাভারিয়ান জায়ান্টরা। লিডস অবশ্য নিজেদের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে ধরে রাখতে মরিয়া। তবে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা লিডস শেষ পর্যন্ত রাফিনহাকে ধরে রাখতে পারে কি না সেটাই দেখার।

এই দলবদলে চোখ থাকবে বরুসিয়া মনশেনগ্লাডবাখের দেনিস জাকারিয়া, আর্সেনালের মাইতল্যান্ড নাইলস, লিভারপুলের নাতানিয়াল ফিলিপস, আতলেতিকো মাদ্রিদের কিয়েরেন ট্রিপিয়ার আর ফিওরেন্তিনার দুসান ভ্লাহোভিকের দিকেও।

 31 total views,  2 views today