নিজস্ব প্রতিনিধি – চুক্তি অনুযায়ী ২০২১ থেকে ২০৩১ সাল পর্যন্ত ১০ বছর ধরে ভারতকে সামরিক প্রযুক্তি দেবে রাশিয়া। তাছাড়া ১৯১৮ সালে রাশিয়ার কাছ থেকে ভারতের এস৪০০ ক্ষেপণাস্ত্র কেনার যে চুক্তি হয়েছিলো তা বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে রাশিয়া।
এছাড়া কিছু বাণিজ্য চুক্তি সই হয়েছে। এর মধ্যে আছে ইস্পাত, জাহাজ তৈরি, কয়লা ও বিদ্যুৎ বিষয়ক।
দুই নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ‘আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে অন্য দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো যাবে না।’
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকের পরে জানান, লস্কর, আল কায়দা ও আইএসের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
239 total views, 2 views today












