নিজস্ব প্রতিনিধি – কলকাতা পৌর ভোট সুষ্ঠু হবে করতে তৎপর কমিশন। তাই পুরভোটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। বুথে বুথে বাহিনী কীভাবে দেওয়া হবে তা ওই বৈঠকেই চূড়ান্ত হয়ে যেতে পারে।
কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে সুষ্ঠুভাবে ভোট করতে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন ভোট করানো হচ্ছে না, তা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
বিজেপিও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের জন্য চাপ সৃষ্টি করেছে। কিন্তু শেষপর্যন্ত রাজ্য পুলিশ দিয়ে ভোট করাচ্ছে কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বুথে কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে, তার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে কিনা তা জানতে চেয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে একটি বৈঠক ডেকেছে কমিশন।
ভার্চুয়াল ওই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিত থাকার কথা।
190 total views, 2 views today