শান্তি রায়চৌধুরী: সোমবার ২০২১-এর প্রাথমিক টেটের ফল প্রকাশিত হল। গত বছর ৩১ জানুয়ারি রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট হয়েছিল। অর্থাৎ প্রায় এক বছর বাদে প্রকাশিত হল টেট এর ফলাফল। মোট পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। ৫৫ হাজার ৮১৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এছাড়া বেশ কয়েকজনের পরীক্ষা বাতিলও হয়।

সোমবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের ফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মোট ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন।

পর্ষদের তরফে বলা হয়েছে, টেট উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন, পর্ষদের দু’টি ওয়েবসাইট থেকে টেটের ফল জানা যাবে।

Loading