শান্তি রায়চৌধুরী: ৫ রাজ্যের ভোট হবে ৭ দফায়। শুক্রবার অর্থাৎ আজ সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট হবে।
উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত। পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় ভোট ১৪ ফেব্রুয়ারি, মণিপুরে ভোট ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ। ভোট গণনা ১০ মার্চ।
১) ১০ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (১)
২) ১৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (২), পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া
৩) ২০ফেব্রুয়ারি-উত্তরপ্রদেশ
৪) ২৩ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৪)
৫) ২৭ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৫), মণিপুর (১)
৬) ৩ মার্চ- উত্তরপ্রদেশ (৬), মণিপুর (২)
৭) ৭ মার্চ – উত্তরপ্রদেশ (৭)
ভোট গণনা-১০ মার্চ
কমিশনের তরফে ভোট প্রচারে বিশেষ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ভার্চুয়ালি প্রচার করুন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। সাংবাদিক বৈঠক করে গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের ভোট দিনক্ষণ ঘোষণা করল কমিশন।
সিইসি সুশীল চন্দ্র জানান, এবার ভোটে মোট ১৮.৩৪ কোটি ভোটার অংশগ্রহণ করবে। যার মধ্যে ৮.৫৫ কোটি মহিলা ভোটার।
218 total views, 2 views today













