নিজস্ব প্রতিনিধি – ডিসেম্বরের মাঝামাঝি রাজ্যজুড়ে মিলল ঠান্ডার আমেজ। একধাক্কায় অনেকটা নামল কলকাতার তাপমাত্রা নামলো ১৪
ডিগ্রিতে। আপাতত এই শীত স্থায়ী হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীদিনে উত্তুরে হাওয়ার কারণে আরও নামবে তাপমাত্রা।
আলিপুর আবাহওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ সব জায়গায় একই পরিস্থিতি থাকবে।
মেঘমুক্ত আকাশ থাকার ফলে বাংলায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া। বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।দিনের বেলাতেও থাকবে শীতের আমেজ।