নিজস্ব প্রতিনিধি – বুধবার ভারতের সংসদ চত্বরে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ করেন তৃণমূলের সংসদ সদস্যরা। সেখানে তাদের সাথে যোগ দেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তার সাথে ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী-সহ বহু কংগ্রেস সংসদ সদস্য। তৃণমূল নেতৃত্ব এবং রাহুল গান্ধীর একই মঞ্চে উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত বাদল অধিবেশনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে রাজ্যসভার ১২ সংসদ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এর পরই এই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন বিরোধীরা।

তৃণমূলের তরফে জানিয়ে দেয়া হয়, অধিবেশনের শেষদিন অর্থাৎ ২৩ ডিসেম্বর পর্যন্ত গান্ধীমূর্তির সামনে প্রতিদিন সকাল থেকে সন্ধা বিক্ষোভ চালিয়ে যাবেন তৃণমূলের দুই সংসদ সদস্য দোলা সেন এবং শান্তা ছেত্রী। তাদের পাশে দাড়াতে প্রতিদিনই ধরনা মঞ্চে যাবেন রাজ্যসভা ও লোকসভার সংসদ সদস্যরাও। সেই মতো বুধবার সকাল থেকেই গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ করেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাসপেন্ড সংসদ সদস্যরা।

Loading