শান্তি রায়চৌধুরী: প্রায় এক মাস ধরে নিখোঁজ জাতীয় স্তরের মূক ও বধির অ্যাথলিট রুম্পা সাহা মণ্ডল। রহস্যজনক এই নিখোঁজের ঘটনার আজও কোনও কিনারা করতে পারেনি পুলিশ। এক সময়ে জাতীয় ও রাজ্য স্তরের চ্যাম্পিয়ন রুম্পা সাহা মণ্ডল গত বছর ডিসেম্বরের ৯ তারিখ থেকে নিখোঁজ।

ছ-বছরের মেয়ে সুস্মিতাকে রায়গঞ্জের বোগ্রাম ছত্রপুর বাড়িতে রেখে বিউটি পার্লারে যাচ্ছি বলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজের পরেই কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অভিযোগ, নিখোঁজ হওয়ার আগে রুম্পার মোবাইলে ভিডিও কল আসে। তার পর থেকেই নিখোঁজ সে। এই ঘটনার সঙ্গে প্রেমঘটিত কোনও বিষয় জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নিখোঁজ রুম্পার আট বছর আগে সোহারই এলাকার বাসিন্দা মূক ও বধির সুজন মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। সুজনও জাতীয় ও রাজ্য স্তরের অ্যাথেলিট ছিলেন। বিয়ের পর তাঁরা রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় বাড়িভাড়া নিয়ে থাকতেন।

তিন বছর আগে রুম্পার মা মারা যাওয়ার পর স্বামীকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। তাঁদের একটি ছোট্ট মেয়ে রয়েছে। রুম্পার বাবা রণজিৎ সাহা বিএসএফের অবসরপ্রাপ্তকর্মী। রণজিৎবাবু জানান, একজন জাতীয় স্তরের অ্যাথলিট দিনেদুপুরে হারিয়ে যাবে তা মেনে নেওয়া যায় না। পুলিশ জানিয়েছে নিখোঁজের মোবাইল নম্বর ট্র্যাক করে খোঁজ চলছে। মা-কে না দেখতে পেয়ে ভেঙে পড়েছে রুম্পার ছ-বছরের মেয়েও।

 22 total views,  2 views today