শান্তি রায়চৌধুরী: অনলাইন গেমেও ফুটল প্রেমের ফুল। লুডোর মতো আপাত নিরামিষ খেলাও হয়ে গেল লাভ গেম। লুডো খেলতে খেলতেই এক পাকিস্তানির প্রেমে পড়ে গেলেন এক বিবাহিতা রমণী। তীব্র সে ভালোবাসার আকর্ষণে সংসার-সন্তান-স্বামী ছেড়ে সীমান্ত পার যেতেও রাজি প্রেমিকা। রাজস্থানে এমনই ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, পাকিস্তানি যুবকের প্রেমে ঘরছাড়া ওই মহিলা রাজস্থানের ধৌলপুরের বাসিন্দা। নাম শিবানী। বছর খানেক ধরে অনলাইনে লুডো খেলার নেশায় মজেছিলেন তিনি। লুডো খেলতে খেলতেই মাসখানেক আগে আলি নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার।
একসময় শিবানির সঙ্গে দেখা করতে চায় আলি। পাকিস্তানে আসার আমন্ত্রণ জানায় ও রাস্তাও বলে দেয়। যুবকের কথা মতোই তিনি স্বামী-সন্তান ফেলে প্রেমিকের ডাকে ঘর ছেড়ে অমৃতসর পাড়ি দেন।
272 total views, 2 views today














