নিজস্ব প্রতিনিধি – ভারতের অন্যতম বড় এবং স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের নেতৃত্বে পরিবর্তন আসার আভাস দিয়েছেন মুকেশ আম্বানি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জন্মবার্ষিকী উপলক্ষে ফ্যামিলি ডে অনুষ্ঠানে মুকেশ বলেন, ‘আমি চাই রিলায়েন্সের নেতৃত্বে তরুণ প্রজন্ম আসুক।’

তবে নতুন নেতৃত্বে কে বা কারা আসছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি মুকেশ আম্বানি।

এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী মুকেশ আম্বানি জানিয়েছেন, রিলায়েন্স এখন গুরুত্বপূর্ণ নেতৃত্বের পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আছে। জ্যেষ্ঠদের মধ্য থেকে পরবর্তী প্রজন্মের তরুণ নেতাদের হাতে তিনি কোম্পানিকে দেখতে চান।

উত্তরাধিকার সম্পর্কে মুকেশ আম্বানির মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মূলত আম্বানির তিন সন্তানের জনক।

মুকেশ আম্বানি বলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আসছে বছরগুলোয় বিশ্বের অন্যতম শক্তিশালী ও অন্যতম ভারতীয় বহুজাতিক কোম্পানি হবে। তিনি চান, পরিচ্ছন্নতার সঙ্গে কোম্পানি পরিচালিত হোক। সেই লক্ষ্যে পরিবেশবান্ধব জ্বালানি খাতের পাশাপাশি খুচরা ও টেলিকম ব্যবসাকে অনন্য উচ্চতায় নিয়ে যেত চান তিনি। নিজের স্বপ্নকে আরও বড় আকার দিতে সঠিক মানুষ এবং সঠিক নেতৃত্ব পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এখন রিলায়েন্সকে অত্যন্ত দক্ষ, অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতৃত্বের হাতে তুলে দেওয়া উচিত। আমিসহ আমাদের জ্যেষ্ঠ নেতৃত্বের উচিত তাদের পরামর্শ দেওয়া, তাদের নেতৃত্বের জন্য তৈরি করে তোলা, তাদের উৎসাহিত করা এবং তাদের ক্ষমতায়ন করা। তারা যাতে আমাদের থেকে ভালো করতে পারে, সেটা দেখা উচিত। তরুণ নেতৃত্বের প্রশংসা করা উচিত আমাদের।’

Loading