শান্তি রায়চৌধুরী; অন্তর্ঘাত, গাফিলতি কিংবা যান্ত্রিক ত্রুটির জন্য কপ্টার দুর্ঘটনা নয়। খারাপ আবহাওয়ার জন্যেই জেনারেলের কপ্টার দুর্ঘটনা। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, মেঘের ভিতরে ঢুকে যাওয়ায় দুর্ঘটনা।
পাইলট দিশেহারা হয়ে যাওয়াতেই জেনারেলের কপ্টার দুর্ঘটনা। কপ্টারের ডেটা রেকর্ড, ককপিটের ভয়েস রেকর্ডার। প্রত্যক্ষদর্শীদের বয়ানের সূত্র করে উঠে এসেছে তথ্য। কুন্নুরে বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট’, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বায়ুসেনার ভয়াবহ কপ্টার দুর্ঘটনা। মৃত্যু হয় সস্ত্রীক সিডিএস।
22 total views, 4 views today