শান্তি রায়চৌধুরী: হাই কোর্টের সুপারিশের পরেই অপসারিত এসএসসির চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। তাঁর জায়গায় এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন সিদ্ধার্থ মজুমদার। বুধবার এসএসসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সিদ্ধার্থ সিটি কলেজের অধ্যাপক। প্রথম বার ব্রাত্য বসু যখন শিক্ষা দফতরের দায়িত্ব পান, সেই সময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।
হাই কোর্টের সুপারিশের পর মঙ্গলবার রাজ্য শিক্ষা দফতরের তরফে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়। সেখানেই ঠিক হয়, শুভশঙ্করের জায়গায় সিদ্ধার্থকে দায়িত্বে আনা হবে বলে। তার পর সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য শিক্ষা দফতর।
315 total views, 2 views today
 
		















