শান্তি রায়চৌধুরী: করোনায় আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, সোমবার নাড্ডার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
এদিন তিনি টুইটারে লিখেছেন, ‘এদিন আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। হোম আইসোলেশনে আছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের লালার নমুনা পরীক্ষা করিয়ে নেওয়া ও আইসোলেশনে থাকার অনুরোধ করছি।’
311 total views, 2 views today