শান্তি রায়চৌধুরী: করোনা পরিস্থিতি অবনতির জন্য আবারো স্কুলে পঠনপাঠন আপাতত বন্ধ হয়ে গেল। অনলাইনে পঠন-পাঠন করার ব্যাপারে নির্দেশ দিল মধ্যশিক্ষা দপ্তর ও উচ্চ মধ্যশিক্ষা দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকরা চাইলে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন। দিতে পারবেন স্কুল অ্যাক্টিভিটিজ নিয়ে পরামর্শ। সুতরাং স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন হবে অনলাইনের মাধ্যমে। এদিকে পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা পর্ষদ কে নির্দেশ দেওয়াও হয়েছে।

 174 total views,  2 views today