নিজস্ব প্রতিনিধি – নতুন করে মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।  নৌ বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এই মিসাইল।

 মঙ্গলবার ওড়িশা উপকূলে চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে। এদিন VL-SRSAM সর্ট রেঞ্জের এ মিসাইলের পরীক্ষা চালানো কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দফতর।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাদের মতে, প্রায় ১৫ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল। সমুদ্রপথে কাছাকাছি রেঞ্জের মধ্যে শত্রুপক্ষের হামলা রুখতে কার্যকরী এই মিসাইল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ্য থেকে জানানো হয়েছে, একটি ইলেকট্রনিক লক্ষ্যকে লম্বালম্বি আঘাত হানার পরীক্ষা হয়েছিল। সমস্ত সাব সিস্টেম প্রত্যাশা অনুসারে কাজ করেছে।

 131 total views,  2 views today