শান্তি রায়চৌধুরী: স্মার্টফোন ব্যবহারেও কেন্দ্রের নয়া নির্দেশিকা জারি হল।

এবার থেকে সরকারি তথ্য বা নথি আদানপ্রদানের জন্য হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের মতো অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র। যোগাযোগ সংক্রান্ত নয়া গাইডলাইনে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

নির্দেশিকার বলা হয়েছে, এই ধরনের অ্যাপগুলি বেসরকারি কোনও সংস্থা নিয়ন্ত্রণ করে। সুতরাং এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হলে তা বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে কেন্দ্র। বর্তমান ব্যবস্থার ফাঁকফোকরগুলো খতিয়ে দেখেই জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর পরামর্শ মেনেই এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।

ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে ই-অফিস প্রযুক্তি ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। বাড়ি থেকে কাজ করার সময় কোনও গুরুত্বপূর্ণ নথি শেয়ার না করতে বলা হয়েছে নির্দেশিকায়। বাড়ির কমপিউটার সিস্টেম যাতে ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টারের ভিপিএনের মাধ্যমে অফিস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

এর পাশাপাশি স্মার্টফোন ব্যবহারের উপরেও আনা হয়েছে নিয়ন্ত্রণ। বলা হয়েছে কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা নথি স্মার্ট ফোনে রাখতে পারবেন না আধিকারিকরা। এমনকি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকের সময় আধিকারিকদের স্মার্টফোন ও স্মার্ট ওয়াচ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশিকা যাতে কোনও ভাবেই লঙ্ঘিতে না হয় তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রককে সতর্ক করা হয়েছে।

Loading