রবিবার ‘ISIS Kashmir’- এর কাছ থেকে তিনি হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ। একথা জানিয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। এই নিয়ে গম্ভীর টানা তিন বার হুমকি পেলেন। এর দিন চারেক আগেই কয়েক ঘণ্টায় ব্যবধানে ওই জঙ্গি সংগঠন বিজেপি সাংসদকে হুমকি চিঠি পাঠিয়েছিল বলে অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই ট্যুইটারে জানিয়েছে, রবিবার গম্ভীরকে যে হুমকি চিঠি পাঠানো হয়েছে সেই সংক্রান্ত মেল দিল্লি পুলিশকেও উল্লেখ করা হয়েছে।

 173 total views,  2 views today