শান্তি রায়চৌধুরী: করণা আবহের জন্য স্কুল  বন্ধ। এই অবস্থায় হচ্ছে উচ্চমাধ্যমিকের । পরীক্ষার্থীদের ফর্ম ফিল-আপ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিল-আপ। তবে করোনা আবহে ফর্ম ফিল-আপের সময় মানতে হবে সরকারের নির্দিষ্ট কোভিড বিধি।

বুধবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে বলা হয়েছে, স্কুলেই  হবে ফরম ফিলাপ। ছাত্র-ছাত্রীদের ফরম ফিলাপের জন্য স্কুলে আসতে হবে। তবে একসঙ্গে ১০জনের বেশি ছাত্রকে স্কুল চত্বরে আনা যাবে না। এও জানান হয়েছে, মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও। স্কুলগুলিকে এই মর্মে নির্দেশিকাও পাঠানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

 149 total views,  2 views today