নিজস্ব প্রতিনিধি – বলিউড সুপারস্টার সালমান খান ও তাঁর বোনজামাই আয়ুশ শর্মা অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তি পেয়েছে গত শুক্রবার (২৬ নভেম্বর)। মুক্তির দিনে বক্স অফিসে মোটামুটি সংগ্রহ করে সিনেমাটি। দিনে দিনে এর সংগ্রহ বাড়ছে।
বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, তিন দিনে সিনেমাটি ১৮ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। তাঁর দেওয়া হিসাব—শুক্রবার ৫.০৩ কোটি, শনিবার ৬.০৩ কোটি, রোববার ৭.৫৫ কোটি; মোট সংগ্রহ ১৮.৬১ কোটি টাকা!