শান্তি রায়চৌধুরী: দক্ষিণ দমদম পৌরসভা করোনা পরিস্থিতিতে এবার থেকে সপ্তাহে তিনদিন দোকান-পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। ঠিক হয়েছে এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে বাজার-দোকান। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ নিয়ম লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে।
গতকাল ৭ জানুয়ারি দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে মার্কেট, বাজার, শপিং মল, মুদি দোকান, রেস্তোরাঁ, মিষ্টির দোকান বন্ধ থাকবে।
শুধুমাত্র ওষুধের দোকান সহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নির্দেশের বাইরে রাখা হয়েছে।
এখন থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ব্যবসা বন্ধ থাকবে। এই নির্দেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’