শান্তি রায়চৌধুরী: বছরের শুরু থেকেই করোনা চোখ রাঙাতে শুরু করেছে। সোমবার রাজ্যে করোনা উদ্বেগ বাড়িয়ে দিল। রাজ্যে
ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটের হার হল ১৯.৫৬ শতাংশ। ২৪ ঘণ্টা আগে এই রেট ছিল ১৫.৯৩ শতাংশ। এক ধাক্কায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবধান বেড়ে গেল প্রায় ৪ শতাংশেরও বেশি।
এদিন রাজ্য দপ্তরের তরফে প্রকাশিত কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। জানা গেছে, এরমধ্যে মধ্যে ৪ জনই কলকাতার বাসিন্দা ।
এদিনের কোভিড-১৯ বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে নতুন করে সংক্রামিত হয়েছেন ২,৮০১ জন। জেলা ভিত্তিক পরিসংখ্যানের হিসেবে যা কিনা রাজ্যের সর্বোচ্চ সংক্রমণ।
কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ১,০৫৭ জন। মৃত্যু হয়েছে ৪ জন আক্রান্তের। আর, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় ও সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই তিন জেলায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ২৮২, ৬৬৫, ৩৪০।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, কালিংপঙ এবং মালদা জেলায় দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী।
204 total views, 2 views today













