নিজস্ব প্রতিনিধি – মহামারি করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো অব্যাহত রয়েছে। ভারতে এ পর্যন্ত ৪২২ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের কর্ণাটকে ১০ দিনের রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে এই কারফিউ কার্যকর হবে। আজ রোববার  এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ায় গত ২৮ মার্চ থেকে রাজ্যে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

কর্নাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে পরবর্তী ১০ দিনের জন্য রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

কে সুধাকর আরও বলেছেন, নতুন বছরের অনুষ্ঠানে বিধিনিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ির বাইরে অনুষ্ঠান করা যাবে না। বিশেষ করে জনসমাগম কিংবা ডিজে ইত্যাদি কর্ণাটকে পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান ও পাবগুলোতে ধারণক্ষমতার অর্ধেক মানুষ বসে খাবার খেতে পারবে।

Loading