নিজস্ব প্রতিনিধি – আগামী শিক্ষাবর্ষ থেকে হরিয়ানার সব সরকারি স্কুলে গীতা পাঠ শেখানো শুরু হবে। কুরুক্ষেত্রে গীতি মহোৎসব চলাকালীন জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকবে গীতা। দেশের যুবসমাজের উচিত গীতার নির্যাস নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা। গীতা শুধুমাত্র অর্জুনের জন্য নয়, সকলের জন্যই সমান গুরুত্বের বলে জানান তিনি।
বার্ষিক আন্তর্জাতিক গীতা মহোৎসবের পরিসর বাড়ানোর জন্য আগামী বছর থেকে একটি গীতা জয়ন্তী কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন খট্টর।
118 total views, 2 views today