নিজস্ব প্রতিনিধি – রবিবার ভোরে কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এই খবর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়। তবে টুইটার কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে অ্যাকাউন্ট সুরক্ষিত করা হয়েছে। এই মুহূর্তে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যে সময়ে অ্যাকাউন্টের রাশ তাঁদের হাতে ছিল না, সেই সময় একটি টুইট করা হয়েছে। যা বৈধ নয়।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাক করা হয়। সেখান থেকে কিছু টুইট করা হয়। যেখানে বিটকয়েনকে আইনি স্বীকৃতি দানের কথা বলা হয়।
যদিও অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর প্রথম টুইট কয়েক মিনিটের মধ্যে ডিলিট করা হয়। ফের একই টুইট দ্বিতীয়বার করা হয়। সেই টুইটকেও সরিয়ে দেওয়া হয়। তারপরই টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়।
সেইসঙ্গে পিএমও-র তরফে টুইট করে জানানো হয়, টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকার সময়ে শেয়ার করা সমস্ত টুইট উপেক্ষা করুন।
123 total views, 2 views today