শান্তি রায়চৌধুরী: আইপিএল ২০২২ শুরুর আগে হবে বিশাল নিলাম। আর নিলামের আগে সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে রেখে বাকিদের ছেড়ে দিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। আইপিএলের অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ধরে রেখেছে তাদের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে।

 তবে কোহলি এবার ব্যাঙ্গালুরুর কাছ থেকে বেতন কমিয়েছেন। কোহলি বেতন হিসেবে ২০২১ সালে নিয়েছিলেন ১৭ কোটি টাকা। কিন্তু এবার তিনি তার বেতন কমিয়েছেন ২ কোটি। ফলে ২০২২ সালে তিনি পাবেন ১৫ কোটি টাকা।

আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬ কোটি টাকা করে দিয়ে নিজ নিজ দলে রেখে দেয়া হয়েছে রোহিত শর্মা, ঋসভ পন্ত, রবিন্দ্র জাদেজার মতো তারকাদের। এরপরই আছেন কোহলি।

 255 total views,  4 views today