নিজস্ব প্রতিনিধি – বিমানে বিমানসেবিকা দেখতে সকলেই অভ্যস্ত। ভারতে ট্রেনেও অতীতে রেলসেবিকা দেখা যেত। তবে সবটাই ছিল বাছাই ট্রেনে পরীক্ষামূলকভাবে। এবার পাকাপাকিভাবে বিশেষ কিছু ট্রেনে রেলসেবিকা পাওয়া যাবে।
তবে এমন ট্রেনই বাছা হচ্ছে যেগুলো শুধু দিনের বেলা চলে। দিন ও রাত মিলিয়ে চলে এমন ট্রেনে এখনকার মতো পুরুষ রেলসেবকরাই থাকবেন। এমন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন (আইআরসিটিসি)।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আগে তেজশ এক্সপ্রেসে এই ব্যবস্থা চালু হয়।
আগে শতাব্দি, গতিমান তেজস এক্সপ্রেস এই ব্যবস্থা চালু ছিল। এখন ঠিক হয়েছে শতাব্দী, গতিমান, তেজসের পাশাপাশি আরও যেসব প্রিমিয়াম ট্রেন আছে সেগুলোতে রেলসেবিকা নিয়োগ করা হবে। আইআরসিটিসি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দিনের বেলা রেলসেবিকারা নিযুক্ত থাকবেন। ট্রেনে ওঠার সময়ে যাত্রীদের স্বাগত জানানো থেকে খাবার পরিবেশন, অভিযোগ শোনার কাজ করবেন তারাই। যেসব ট্রেন রাতে চলে সেগুলোতে অবশ্য এখন যে ব্যবস্থা রয়েছে সেটাই চালু থাকবে।
এ কারণে প্রিমিয়াম ট্রেন হওয়া সত্ত্বেও রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসে রেলসেবিকা নিয়োগ হবে না।
আইআরসিটিসি সূত্রের বরাতে খবরে আরও বলা হয়, এ পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। দেশে মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন চলে। সম্প্রতি বেসরকারি উদ্যোগে বন্দেভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনাও করা হয়েছে। এসব ট্রেনে রেলসেবিকা দেখা যাবে খুব শিগগিরই।
জানা গেছে, সব ট্রেনেই রেলসেবিকার পোশাক হবে একই রকম। পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণ রয়েছে এমন নারীদেরই নিয়োগ দেওয়া হবে।
কিন্তু পুরুষের পরিবর্তে কেন নারী নিয়োগের সিদ্ধান্ত? শুধুই নতুন কিছু করা বা যাত্রীদের আকর্ষিত করাই লক্ষ্য নয় আইআরসিটিসির। সাধারণভাবে যাত্রী পরিষেবার ক্ষেত্রে নারী কর্মীরা ভালো কাজ করেন বলেই মনে করা হয়। তা ছাড়াও নারী কর্মী রাখলে যাত্রীদের অভিযোগও অনেক কম থাকে। এসব কারণ দেখেই বিমানের মতো রেলসেবিকা নিয়োগের ভাবনা।
40 total views, 2 views today