নিজস্ব প্রতিনিধি – করোণা আবহের মধ্যেই এবারের শীতকে উৎসবমুখর করতে উদ্যোগী হয়েছে রাজ্য পর্যটন দপ্তর। রাজ্যের সবকটি জেলায় শুরু হতে চলেছে সংস্কৃতি আদান প্রদানের অন্যতম উৎসব ‘বাংলা মোদের গর্ব’।

সরকারের লক্ষ্য এই উৎসবের মধ্য দিয়ে সাধারন মানুষের সঙ্গে আরো ভালো যোগ সূত্র  গড়ে তোলা।

চলতি ডিসেম্বর মাসকেই এই উৎসবের জন্য পাখির চোখ করছে রাজ্য। তাই এ ব্যাপারে সবকটি জেলায় অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে রাজ্য পর্যটন দপ্তর।

 235 total views,  2 views today