শান্তি রায়চৌধুরী: সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই বিজেপি বড়সড় ধাক্কা পেল। কারন, আজ সোমবার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এবং বিধায়ক মাইকেল লোবো পদত্যাগ করলেন।

এই ঘটনা প্রকাশ্যে আসায় পর ব্যাপক জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এদিকে ইস্তফা দেওয়ার সাথে সাথেই লোবো এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন, বিজেপির পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের সমর্থকদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। শুধু তাই নয় তাঁর সঙ্গেও খারাপ আচরণও করা হয়েছে। নীচুতলার কর্মীদের সাথেও খারাপ ব্যবহার করা হচ্ছে।

সাংবাদিক বৈঠকে লোবো এও জানিয়েছেন, তিনি দলের কর্মকাণ্ড দেখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর দলের সঙ্গে দূরত্ব অবশ্যই বেড়ে গেল মাইকেল লোবোর। কিন্তু এবার তিনি কি করবেন? কোন দলে যাবেন? সেটাই দেখার। নির্বাচনের আগে লোবোর এই পদত্যাগ গোয়ার গেরুয়া শিবির চিন্তায় পড়ে গেছে।

 316 total views,  4 views today