শান্তি রায়চৌধুরী: ফের বিজেপিতে হোয়াটসঅ্যাপ বিদ্রোহ। বঙ্গ বিজেপিতে এ বিদ্রোহ থামার লক্ষণ নেই। এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন শঙ্কুদেব পাণ্ডা। রবিবার শঙ্কুদেব পান্ডা বিজেপি যুব মোর্চার সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করে বেরিয়ে গিয়েছেন । উল্লেখ্য, এখন পর্যন্ত বঙ্গ বিজেপির কোনও পদেই ছিলেন না শঙ্কুদেব পান্ডা। ফের তাকে নিয়ে জল্পনা, ‘গুরু’ মুকুল রায়ের মতো তিনিও তৃণমূলী ফিরবেন কিনা?
উল্লেখ্য, একসময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে ছিলেন শঙ্কুদেব পাণ্ডা। চিটাফান্ড কেলঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। এর পর উনিশের লোকসভা ভোটের মুখে দলবদলে বিজেপিতে যোগ দেন শঙ্কুদেব। তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দেন শঙ্কুদেব। বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে সরব হন শঙ্কুদেব। সেই শঙ্কু কি ফের ফিরে যাচ্ছেন ঘাসফুলে? জল্পনা তুঙ্গে।