নিজস্ব প্রতিনিধি – পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে। সেখানে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার গঙ্গাসাগরে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে অংশ নেন মমতা। সেখানে ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে মমতা কলকাতায় গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) চিহ্নিত করার বিষয় নিয়েও নির্দেশ দেন। ওই বৈঠকে লোকাল ট্রেনের সংখ্যা কমানোর কথাও শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে মঙ্গলবারই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্যের শীর্ষস্তরের আমলাসহ দক্ষিণ ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন তিনি।
ওই বৈঠকেই করোনা ভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতি নজরে রাখো। যদি দেখ যে, স্কুলে আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে, তা হলে আমরা কিছু দিনের জন্য আবার ছুটি করে দেব।’
113 total views, 2 views today