নিজস্ব প্রতিনিধি : কলকাতায় সব ভোটগ্রহণ কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব স্ট্রং রুমেও সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কমিশনের সম্মতিক্রমে এই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিজেপি নেতা দেবদত্ত মাঝির মামলার প্রেক্ষিতে নির্দেশ হাইকোর্টের। উল্লেখ্য, কলকাতা পুরভোটে মূল ভোটগ্রহণ কেন্দ্র ৪ হাজার ৮৪২। কলকাতা পুরভোটে অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র ৩৬৫। এই সমস্ত কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
171 total views, 2 views today
 
		














