নিজস্ব প্রতিনিধি – সুপ্রিম কোর্টে ওই পিটিশন দায়ের করেছেন জমিয়তে উলামায়ে হিন্দ এবং মাওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী। হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।
আবেদনে সাম্প্রতিক সময়ে উত্তেজক বক্তব্যের উল্লেখ রয়েছে। এবং আবেদনের মাধ্যমে বিষয়টি তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
পিটিশনে বলা হয়েছে, এ ধরণের কোনও দৃষ্টান্তের ক্ষেত্রে ফৌজদারি আইনের অধীনে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পিটিশনে প্রিয় নবী মুহাম্মাদ(সা)-এর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের কথাও উল্লেখ করা হয়েছে। আবেদনকারীরা বলেছেন, ২০১৮ সাল থেকে সারা দেশে অনেক লোক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন।
সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে ইয়েতি নরসিংহানন্দ সরস্বতীর মন্তব্যের প্রতিবাদে উত্তর প্রদেশ পুলিশ একশো জনেরও বেশি মুসলিমকে গ্রেফতারের কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের ৭৬ জন আইনজীবী হরিদ্বার ধর্ম সংসদে দেওয়া আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ চেয়ে ভারতের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন।
‘ধর্ম সংসদে’ মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করাসহ গণহত্যার ডাক দেওয়ার অভিযোগ উঠেছে। ওই চিঠিতে বিশিষ্ট আইনজীবীরা এক আবেদনে বলেছেন, দিল্লিতে ‘হিন্দু যুব বাহিনী’র সভায় ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য এবং হরিদ্বারে ধর্ম সংসদের নাম করে ‘গণহত্যা’র ডাক ও বিদ্বেষ ছড়ানোর ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করা হোক।
তাদের বক্তব্য- দিল্লি এবং হরিদ্বারের সভায় কেবল বিদ্বেষ ছড়ানো হয়নি, প্রকাশ্যেই এ দেশের মুসলিমদের গণহত্যার ডাক দেওয়া হয়েছে। এ ধরণের বিদ্বেষ-বক্তব্য শুধু জাতীয় ঐক্য ও সংহতির পক্ষে বিপজ্জনক নয়, তা এ দেশের লাখ লাখ মুসলিমের জীবনও বিপন্ন করে তোলে।