নিজস্ব প্রতিনিধি – করোনাভাইরাসের নতুন রূপ ‘ওমিক্রন’ নিয়ে কীভাবে প্রস্তুত হওয়া উচিত, তা আলোচনা করতে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে ডাকা সেই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, করোনার নতুন ধরনটি উদ্বেগ সৃষ্টি করেছে। তাই আন্তর্জাতিক ফ্লাইট নিয়ে নতুন ভাবনাচিন্তার প্রয়োজন দেখা দিয়েছে। সে জন্য ঝুঁকিপূর্ণ দেশে যাওয়া-আসার ওপর বিধিনিষেধ আরোপ করা দরকার। এখনো ভারতে ওমিক্রনের সন্ধান পাওয়া যায়নি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী কোনো ঝুঁকি নিতে রাজি নন।

নরেন্দ্র মোদি বলেন, বিমানবন্দরগুলোতে বিশেষ ধরনের কোভিড পরীক্ষার ওপরও জোর দেওয়া উচিত। তা ছাড়া সতর্ক হতে হবে কোভিড প্রটোকল ঠিকভাবে মানার ক্ষেত্রে।

করোনার নতুন এ ধরনের সন্ধান পাওয়া গেছে মূলত দক্ষিণ আফ্রিকায়। তা ছাড়া বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়েও এর সংক্রমণের খবর পাওয়া গেছে। ডেলটা ও ডেলটা প্লাসের পর এই নতুন ধরন বি.১.১.৫২৯, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যার নাম দিয়েছে ‘ওমিক্রন’। ডব্লিউএইচও ইতিমধ্যেই এ ধরনকে গভীর উদ্বেগজনক বলে সবাইকে সতর্ক করে দিয়েছে।

এখনো ভারতে ওমিক্রনের সন্ধান পাওয়া যায়নি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী কোনো ঝুঁকি নিতে রাজি নন। শনিবারের বৈঠকে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্যসচিব, কোভিড টাস্কফোর্সের প্রধান ও নীতি আয়োগের কোভিড বিশেষজ্ঞ সদস্যদের সজাগ থাকার নির্দেশ দিয়ে নরেন্দ্র মোদি বলেন, প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ যেন নেওয়া হয়।

Loading