নিজস্ব প্রতিনিধি – বছর শেষে তারাপীঠে উপচে পড়ল ভিড়। মা তারাকে পুজো দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
এদিন মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কোভিডবিধি মেনে চলার ওপরও জোর দেওয়া হয়েছে। যদিও এদিন করোনাবিধি শিকেয় তুলে অনেককেই মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে। অনেকেরই মুখে মাস্ক ছিল না।
তীর্থক্ষেত্রের পাশাপাশি বর্তমানে তারাপীঠ পর্যটনকেন্দ্রেও রূপান্তরিত হয়েছে। পুণ্যার্থীদের পাশপাশি শীতের মরশুমে বহু পর্যটক তারাপীঠে আসেন বনভোজন সারতে। ২৫ ডিসেম্বরে থেকে সেই ভিড় শুরু হলেও আজ বছরের শেষ দিন সেই ভিড় কয়েকগুণ বেড়েছে।
107 total views, 2 views today