নিজস্ব প্রতিনিধি – **করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি? চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বেড়ে ৮.৪ শতাংশ। বিভিন্ন শিল্প চাঙ্গা হওয়ার সুফল, মত বিশেষজ্ঞদের।
**১৯ ডিসেম্বর কলকাতায় ভোট। ৪৮ ঘণ্টা আগে জারি ১৪৪ ধারা। রক্ষী নিয়ে এলাকায় ঘুরতে পারবেন না কোনও মন্ত্রী, নির্দেশ কমিশনের।
**জমে উঠেছে কলকাতা পুরভোটের প্রচার। বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে নেতৃত্বের মতবিরোধ। সুকান্তর ওপর বিরক্তি, বৈঠক ছাড়লেন রূপা।
**পার্ক স্ট্রিট উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা হবে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এর জন্য চারদিন বন্ধ থাকবে উড়ালপুল।
**শীত-অধিবেশনে সাসপেন্ড ১২ জন বিরোধী সাংসদ। বিরোধী ১২ জন সাংসদকে সাসপেন্ডের প্রতিবাদে আজ গাঁধীমূর্তির পাদদেশে ধর্নায় সামিল হয়েছেন সাসপেন্ডেড সাংসদরা। পুরো বাদল অধিবেশনজুড়ে চলবে এই ধর্না কর্মসূচি।
**বেশি ঝুঁঁকিপূর্ণ ‘ তালিকাভূক্ত দেশগুলি থেকে ভারতে আগতদের শরীরে ধরা পড়ল করোনা। দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য ওমিক্রন সংক্রমিত দেশ থেকে ৬ জনের শরীরে ১৫ দিনের মধ্যে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে।