নিজস্ব প্রতিনিধি – পরিসংখ্যানের খেরোখাতা কিংবা ফুটবলশৈলী সবদিক থেকেই বর্তমাঙন সময়ের বব্স অন্যতম সেরা ফুটবলার তিনি। একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন। নিজেকে নিয়ে গেছেন অনন্য ‌ তমউচ্চতায়। রেকর্ড সপ্তমবারের মতো ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন। দেশের হয়ে শিরোপার আক্ষেপও মিটিয়েছেন। এতক্ষণে আর কারোরই বুঝতে বাকি নেই, কার কথা বলা হচ্ছে। তিনি আর কেউ নন, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

অন্যদিকে, ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী কিলিয়ান এমবাপ্পেও নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল, সবখানেই দ্যুতি ছড়াচ্ছেন তিনি।

প্যারিসের ক্লাব পিএসজির হয়ে খেলছেন দুজনই। এবার তাদের সম্পর্কে কথা বললেন পিএসজির মিডফিল্ডার আন্দ্রে হেরেরা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর সঙ্গে আলাপচারিতায় বলেন, বর্তমানে মেসিই বিশ্বের সেরা ফুটবলার। এছাড়া ক্লাবের আরেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে আগামী দিনে সেরা হবেন বলে বিশ্বাস তার।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার আশায় লিওনেল মেসিকে উড়িয়ে আনেন নাসের আল খেলাইফির দল। এছাড়া আগে থেকেই দলে ছিল ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলিয়ান নেইমারের মতো তারকারা। কিন্তু বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশার পারদ তুঙ্গে উঠলেও মাঠের লড়াইয়ে সেটির আঁচ দেখা যায়নি। এক ম্যাচ জয় তো আরেক ম্যাচে হার কিংবা ড্র। গেল কয়েক মাসে এই চিত্রনাট্যেই এগিয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ পাঠ চুকিয়ে নতুন ক্লাবে থিতু হওয়ার পর খুদে ফুটবল জাদুকর মেসিকে নিয়ে স্বপ্ন বাড়ছিল প্যারিস জায়ান্টদের। কিন্তু যেন ক্যারিয়ারের সেরা দুঃসময় পার করেন মেসি। অভিষেক গোলের দেখা পেতেই অপেক্ষা করতে হয়েছিল অনেকটা সময়। লিগ ওয়ানে ১১ ম্যাচে করেছেন মাত্র একটি গোল। তবে গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সে গত নভেম্বরে জিতে নিয়েছেন রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর।

অন্যদিকে, মেসির গোলখরার সময়ে আলো ছড়িয়েছেন পিএসজির ফরাসি তারকা এমবাপ্পে। লিগ ওয়ানে গত তিন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে চলটি মৌসুমেও চেনা ছন্দে রয়েছেন। এখন পর্যন্ত ১৭ ম্যাচে গোল করেছেন ৯টি, আর অ্যাসিস্ট রয়েছে ৮টি।

গত এক যুগে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন মেসি ও রোনালদো। তাদের এই সময়েই নিজের জাত চেনাচ্ছেন এমবাপ্পে। ২৩ বছর বয়সী এমবাপ্পের এমন অনবদ্য রেকর্ডের পরও আন্দ্রে হেরেরা চোখে মেসিই সেরা। যদি তার মতে, আগামীতে বিশ্বসেরা হওয়ার সব যোগ্যতাই রয়েছে এমবাপ্পের।

পিএসজির মিডফিল্ডার আন্দ্রে হেরেরা ক্লাবের ডায়েট রহস্য ফাঁস করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, খেলতে নামার আগে তারা ঠিক কি খেয়ে মাঠে নামেন। আন্দ্রে হেরেরা জানান, খেলতে নামার আগে তারা বিটরুটের জুস খেয়ে নেন। আর এটি ম্যাচের পারফরম্যান্সে দারুণভাবে প্রভাব ফেলে বলে বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত।

সুপার ফুড হিসেবে বিটরুট এরই মধ্যে গোটা বিশ্বে তুমুল জনপ্রিয়। এটি এমন একটি সবজি যা কোনো না কোনো উপায়ে শরীরের উপকার সাধন করে। আমরা জানি যে, বিটরুটে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ, ভিটামিন কে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, কপার রয়েছে। এ ছাড়া প্রাচীনকাল থেকেই এটি নানা ধরনের রোগব্যাধিতে ব্যবহার হয়ে আসছে। গ্রিক ও রোমানদের মধ্যেও বিটরুটের ব্যবহার ছিল।

কিন্তু কোনো ফুটবল ক্লাবে ভেষজ এই সবজিটির জুসের এতটা কদর, তা হয়তো এত দিন কেউ চিন্তাও করেনি। আন্দ্রে হেরেরার কল্যাণে এবার সেটিই জানল ফুটবল বিশ্ব।

Loading