শান্তি রায়চৌধুরী : একের পর এক হারে যখন দিশেহারা বার্সা, এক পশলা স্বস্তি হয়ে এসেছে জাভি হার্নান্দেজের প্রত্যাবর্তন। রোনাল্ড কোম্যান যুগের সমাপ্তি ঘটিয়ে কোচ জাভি ন্যু ক্যাম্পে এসে হতাশার চক্র থেকে বের করে আনছিলেন বার্সাকে। শুরুটা দারুণ হয়েছে। মুদ্রার উল্টো পিঠটা দেখতেও সময় লাগল না তার। ঘরর মাঠেই পড়লেন নতুন অধ্যায়ের প্রথম হারের মুখে।

শনিবার রাতে বার্সেলোনার মাঠ থেকে ১-০ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট তুলে ফিরে গেছে রিয়াল বেটিস।

জাভি ফিরে ক্লাবের পুরনো দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমরাই বিশ্বের সেরা ক্লাব। আমরা ড্র বা হার কখনো মেনে নিতে পারি না। আমাদের জিততেই হবে।’

প্রতিশ্রুতির বাস্তবায়নও হচ্ছিল। লিগে তিন ম্যাচে টানা দুই জয় ও এক ড্রয়ে স্বস্তির হাওয়া বইছিল। কাতালানরা চতুর্থ ম্যাচে এসে পেলো হারের তিক্ত স্বাদ। কোচ জাভির প্রথম হারের স্বাদ।

চ্যাম্পিয়নস লিগে আসছে বুধবার বায়ার্ন মিউনিখের সঙ্গে বাঁচা-মরার ম্যাচ বার্সার। শেষ ষোলো নিশ্চিত করতে হলে জার্মানিতে জয়ের বিকল্প পথ খোলা নেই। এমন সময়ে বেটিসের কাছে হার আত্মবিশ্বাসে বড় ধাক্কাই।

জয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে রিয়াল বেটিস। ১৬ ম্যাচে ৯ জয়, ৩ ড্র আর ৪ হারে ২৬ পয়েন্ট ম্যানুয়েল পেল্লেগ্রিনির দলের। ১৫ ম্যাচে

৬ জয়, ৫ ড্র আর ৪ হারে ২৩ পয়েন্ট বার্সেলোনার, টেবিলে অবস্থানে সাতে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে।

Loading