নিজস্ব প্রতিনিধি – বায়ু দূষণ ফের বাড়তে শুরু করায় আজ শুক্রবার থেকে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বৃহস্পতিবার এই ঘোষণা দেন।
জানা যায়, গত সোমবার খুলেছিল রাজধানীর সমস্ত স্কুল-কলেজ। মনে করা হয়েছিল, দূষণের কবল থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে দিল্লি। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দেয় দেশটির সুপ্রিম কোর্ট।
কী করে পূর্ণবয়স্করা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করা সত্ত্বেও ৩-৪ বছরের খুদেদের স্কুলে পাঠানো হচ্ছে, শীর্ষ আদালত এই প্রশ্ন তুলে কড়া ধমক দেয় কেজরিওয়াল সরকারকে। এরপরই দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার থেকে ফের বন্ধ করে দেওয়া হবে সমস্ত স্কুল।
125 total views, 2 views today