নিজস্ব প্রতিনিধি – সোমবার সন্ধ্যায় বকশির হাট থানার পুলিশ১০৫০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করল।  রামপুর ১ গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গাপাকড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, সোমবার সন্ধ্যায় ভাঙ্গাপাকড়ি এলাকায় ৩১এ জাতীয় সড়কের পাশে একটি কনটেনার সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশকর্মীরা অভিযান চালায়।

এরপর তাঁরা কনটেনারের গোপন চেম্বার থেকে ১০৫ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করেন, যার ওজন প্রায় ১০৫০ কেজি। বিহারের বাসিন্দা এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 106 total views,  2 views today