শান্তি রায়চৌধুরী : কানপুরের গ্রিনপার্ক পেসারদের জন্য নয়, বরং স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অক্ষর প্যাটেল যেভাবে প্রথম ইনিংসে লাটিমের মত বল ঘুরিয়েছেন, তাতে দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা ছড়ি ঘোরাবে- এটা বলাই বাহুল্য। যদিও নিউজিল্যান্ডের স্পিনার নয়, পেসাররাই আগুন ঝরিয়েছেন এবং সাফল্য তুলে নিয়েছেন।

স্পিন স্বর্গরাজ্যে সোমবার হবে ম্যাচ নির্ধারণের তুমুল লড়াই। কারণ, জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্য পেয়েছে নিউজিল্যান্ড। যদিও ইনিংসের শুরুতেই ওপেনার উইল ইয়ংয়ের উইকেট হারিয়েছে কিউইরা। দিন শেষ করেছে কেবল ৪ রান নিয়ে। হারিয়ে ফেলেছে একটি উইকেট। উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

সোমবার ম্যাচের শেষদিন। উইকেট যেভাবে ভেঙে রয়েছে, তাতে অশ্বিন-অক্ষররা যে দুর্বোধ্য হয়ে উঠবেন সফরকারী ব্যাটারদের জন্য- তা বলাই বাহুল্য।

প্রথম ইনিংসে ভারতের ৩৪৫ রানের জবাবে ২৯৬ রান করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিকরা। স্কোর বোর্ডে ৫১ রান তুলতেই ৫ টপ অর্ডারের উইকেট হারায় ভারত। পরে শ্রেয়াস আইয়ার এবং ঋদ্ধিমান সাহার জোড়া অর্ধশতকে সাত উইকেটে ২৩৪ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে আজাঙ্কে রাহানের দল। শ্রেয়াস আইয়ার ৬৫ রানে আউট হলেও ৬১ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। তিনটি করে উইকে নেন টিম সাউদি এবং কায়েল জেমিসন।

Loading