শান্তি রায়চৌধুরী: কোভিড এখন আর ভয়ংকর রোগ নয়। দেশে হু হু করে বেড়ে চলা করোনা সংক্রমণের মাঝে এমনই স্বস্তির কথা শোনালেন মহামারি বিশেষজ্ঞ ডা: জয়প্রকাশ মুলিইল। তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটির চেয়ারপার্সন পদে রয়েছেন।

তবে সেই সঙ্গে আশঙ্কার কথাও বলেছেন ডা: জয়প্রকাশ। তাঁর দাবি, ওমিক্রনে দেশের ৮০ শতাংশ মানুষই আক্রান্ত হবে, রেহাই মিলবে না বুস্টার ডোজেও। যদিও তাদের মধ্যে অধিকাংশ মানুষই জানতে পারবে না তারা কখন আক্রান্ত হয়েছে।

মহামারি বিশেষজ্ঞ বলেন, ‘কোভিড এখন আর ভয়ংকর রোগ নয়। এটি এমন একটি ভাইরাস আমরা যার মোকাবিলা করতে পারি।  করোনার নয়া স্ট্রেন ওমিক্রন অনেকটাই কম ক্ষতিকর। ফলে এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও কম।’ পাশাপাশি ডা: জয়প্রকাশের বক্তব্য, সাধারণ সর্দি-জ্বর ছাড়া ওমিক্রন আর কিছুই নয়।

 30 total views,  2 views today