নিজস্ব প্রতিনিধি – **সৌমেন মিত্রর অবসরের পর, কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল। ADG CID’র পাশাপাশি STF’এর দায়িত্ব দেওয়া হচ্ছে জ্ঞানবন্ত সিংকে। অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণকুমার ত্রিপাঠী।
**এবছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু। ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইয়ের জন্য পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু। বহুদিনের পরিশ্রমের সাফল্য, প্রতিক্রিয়া নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর।
**পথ দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ার ধূলাগড়ে । বৃহস্পতিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কে দুটি বাসের সংঘর্ষে আহত হন ৬ জন যাত্রী। এরপরই বাস দুটিতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা।