শান্তি রায়চৌধুরী: পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমানে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকেও লতা মঙ্গেশকরের মৃত্যু স্পর্শ করেছে। তিনি বলেছেন, ‘লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ বৈশ্বিক সঙ্গীতজগতের একজন শ্রেষ্ঠ শিল্পীকে হারালো। তার সুরেলা কণ্ঠ, তাঁর রেখে যাওয়া স্মৃতি কয়েক প্রজন্মকে নিরন্তন আপ্লুত করেই যাবে।’

পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমও এ ব্যাপারে একমত।  তাঁর মতে, লতার মৃত্যু একটি  যুগের পরিসমাপ্তি। লতা গানের দুনিয়ায় অদ্বিতীয় এক নাম।  তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবর একটি টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘ তাঁর জাদুকরি কণ্ঠ ও তাঁর স্মৃতি চিরদিন দুনিয়ার লাখো কোটি অনুরাগীর মনে রয়ে যাবে।’

পাকিস্তানের আর এক কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার টুইটে লতা মঙ্গেশকর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘তাঁর মতো আর কেউ আসবেন না।’ শোয়েব ২০১৬ সালে লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর একটি ফোনালাপের স্মৃতি বর্ণনা করেছেন, ‘২০১৬ সালে আমি যখন ভারতে যাই, তখন লতা মঙ্গেশকরের সঙ্গে ফোনে কথা বলার সৌভাগ্য হয়েছিল আমার। সেদিন আমি নিজেকে ধন্য বলে মনে করেছিলাম।

এরকম সংগীতশিল্পী আর কখনোই আসবে না বলে আমি মনে করি। সেই সময় তিনি মেহেদী হাসান সাহেব ও ম্যাডাম নূর জাহানের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন।’

পাকিস্তানের আরেক কিংবদন্তি অধিনায়ক ওয়াকার ইউনিসও মনে করেন, লতা মঙ্গেশকরের মতো আরেকজনের আবির্ভাব আর হবে না। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।

Loading