শান্তি রায়চৌধুরী: অন্যান্য রাজ্যে করোনা যখন ভালোর দিকে যাচ্ছে, কেরল কিন্তু তার বিপরীতে।
ফের করোনায় বিপর্যস্ত কেরল। শনিবার দক্ষিণের এই রাজ্যে কোভিড আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৮১২ জন। গত ২৪ ঘন্টায় সে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। এখনও পর্যন্ত কেরলে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ১৯১ জনের।
কেরলে গত ২৪ ঘণ্টায় মোট ১ লক্ষ ১০ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর্নাকুলাম জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে। দৈনিক আক্রান্ত সেখানে প্রায় ১১ হাজার ১০৩টি।
তিরুবন্তপুরমে ৬ হাজার ৬৪৭টি, কোঝিকড়েতে ৪ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছে। গত সপ্তাহের তুলনায়, রিপোর্ট করা আক্রান্তের সংখ্যা এক লক্ষের বেশি বেড়েছে। আক্রান্ত বৃদ্ধির হার প্রায় ৫৭ শতাংশ।
এদিকে, কোভিডের বাড়বাড়ন্তের জন্য রবিবার কেরালায় কঠোর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। লকডাউন না হলেও প্রায় লকডাউনের মতোই কড়া নিয়ম বলবৎ হবে বলে খবর।
56 total views, 2 views today