শান্তি রায়চৌধুরী: করোনার ঊর্ধ্বগতিকে আটকাতে সবার আগে পর্যটন শিল্পের ওপর রাশ টেনে ধরা হয় রাজ্য সরকারের নির্দেশে। পর্যটনের ওপর নির্ভর করে বহু মানুষের রুজি রোজগার। এই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন রাজ্য সরকার ভায়া হাইকোর্ট গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে। আর এখানেই শুরু হয়েছে তীব্র আপত্তি। মুর্শিদাবাদের হাজারদুয়ারি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে করোনার কারণে।
কিন্তু ভরা মরসুমে হাজারদুয়ারি বন্ধ রেখে গঙ্গাসাগর মেলা করানোকে কিছুতেই মানতে পারছেন না সেখানকার ব্যবসায়ীরা। লালবাগের পর্যটন কেন্দ্রগুলি করোনা বিধিনিষেধ মেনে খোলার দাবি জানাতে এবার পথে নামলেন মুর্শিদাবাদ পর্যটন সহায়তা সংগঠন। কার্যত বলা হচ্ছে, পর্যটন শিল্পের সঙ্গে বহু মানুষ জড়িয়ে রয়েছে। তাই করোনায় নয়, না খেতে পেয়ে তাঁরা মারা যাবে।
405 total views, 2 views today













