শান্তি রায়চৌধুরী:  লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, পরিস্থিতি মোকাবিলায় জেরবার প্রশাসন। এই অবস্থায় টিকাকরণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।  ‘ সাত দিনে ৩১ শতাংশ কিশোর কিশোরীর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে গতি আনতে হবে’, কোভিড পর্যালোচনা বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রীর।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রককে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন। রাজ্যগুলির পাশে দাঁড়াতে স্বাস্থ্যমন্ত্রককে নির্দেশ প্রধানমন্ত্রীর। যে সব জেলায় পজিটিভিটি রেট বেশি, সেখানে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

 166 total views,  2 views today