নিজস্ব প্রতিনিধি – করোণা সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। একদিন কমেতো পরের দিন বাড়ে। এই অবস্থার মধ্যে দিয়ে দেশ এগিয়ে চলেছে।

গত ২৪ ঘন্টায় দেশে আরও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৯৭৪ জন সংক্রামিত হয়েছেন। মঙ্গলবার সেই সংখ্যা ছিল ৬ হাজার ৯৮৪। এদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৯৪৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪৭ জনের। মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা ৮৭ হাজার ২৪৫।

Loading