নিজস্ব প্রতিনিধি – টেট পাস করেও চাকরি মেলেনি। এর প্রতিবাদে শুক্রবার বিধাননগরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা ২০১৪ সালে প্রাইমারি টেট পাশ করলেও এখনও চাকরি মেলেনি। তাই এদিন তাঁরা পর্ষদের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। ৬০ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।
154 total views, 2 views today